Wednesday 25 December 2013

Quran is way of peace


INCHI INCHI MATI-Muhib khan


ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা
শত্রু বা হানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা,
কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
রঙ্গের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি
লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজী করেছে স্বাধীন এই মাটি
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান
চারোদিকে দুশমন ভেঙ্গোনা ভেঙ্গোনা মন সাহস জমিয়ে রাখ বুকে,
ঈমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত করো শত্রুকে
চারোদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার সজাগ দৃষ্টি রাখ সবে
সকল মীরজাফর বিদেশী গোলামচর রুখতে তাদের আজ হবে
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান
শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া
সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাসানী আসে মুজিব ওসমানী জিয়া
শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন ভেসে সবুজ লাল পতাকা উড়ে
সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে পনের কুটি অন্তরে
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান
বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সন্মান
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান
মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান
অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাধন বড় বেশী
হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিষ্টান সকলেই তো বাংলাদেশী
কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখ হাত হাতে
সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ট জাতী নজির দেখাও দুনিয়াতে

Career in ECE

Electronics and Telecommunication Engineering is a dynamic and exciting area that provides excellent career opportunities in various sectors of the society...

BOJA-PORA - রবীন্দ্রনাথ ঠাকুর

মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
কেউ বা তোমায় ভালোবাসে
কেউ বা বাসতে পারে না যে,
কেউ বিকিয়ে আছে, কেউ বা
সিকি পয়সা ধারে না যে,
কতকটা যে স্বভাব তাদের
কতকটা বা তোমারো ভাই,
কতকটা ভবের গতিক
সবার তরে নহে সবাই।
তোমায় কতক ফাঁকি দেবে
তুমিও কতক দেবে ফাঁকি,
তোমার ভোগে কতক পড়বে
পরের ভোগে থাকবে বাকি,
মান্ধাতারই আমল থেকে
চলে আসছে এমনি রকম
তোমারি কি এমন ভাগ্য
বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি
এলে সুখের বন্দরেতে,
জলের তলে পাহাড় ছিল
লাগল বুকের অন্দরেতে,
মুহূর্তেকে পাঁজরগুলো
উঠল কেঁপে আর্তরবে
তাই নিয়ে কি সবার সঙ্গ
ঝগড়া করে মরতে হবে?
ভেসে থাকতে পার যদি
সেইটে সবার চেয়ে শ্রেয়,
না পার তো বিনা বাক্যে
টুপ করিয়া ডুবে যেয়ো।
এটা কিছু অপূর্ব নয়,
ঘটনা সামান্য খুবই
শঙ্কা যেথায় করে না কেউ
সেইখানে হয় জাহাজ-ডুবি।
মনেরে তাই কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
তোমার মাপে হয় নি সবাই
তুমিও হও নি সবার মাপে,
তুমি মর কারো ঠেলায়
কেউ বা মরে তোমার চাপে
তবু ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানাটানি?
তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেকখানি।
আকাশ তবু সুনীল থাকে,
মধুর ঠেকে ভোরের আলো,
মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাঁচাই ভালো।
যাহার লাগি চক্ষু বুজে
বহিয়ে দিলাম অশ্রুসাগর
তাহারে বাদ দিয়েও দেখি
বিশ্বভুবন মস্ত ডাগর।
মনেরে তাই কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
নিজের ছায়া মস্ত করে
অস্তাচলে বসে বসে
আঁধার করে তোল যদি
জীবনখানা নিজের দোষে,
বিধির সঙ্গ বিবাদ করে
নিজের পায়েই কুড়ুল মার,
দোহাই তবে কার্যটা
যত শীঘ্র পার সারো।
খুব খানিকটে কেঁদে কেটে
অশ্রু ঢেলে ঘড়া ঘড়া
মনের সঙ্গ এক রকমে
করে নে ভাই, বোঝাপড়া।
তাহার পরে আঁধার ঘরে
প্রদীপখানি জ্বালিয়ে তোলো
ভুলে যা ভাই, কাহার সঙ্গে
কতটুকুন তফাত হল।
মনেরে তাই কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে